পরপর গুলি করল পুলিশ- হত্যা করা হল একের পর এক জনকে- ভারতের ঘটনা চমকে দেবে

হত্যা করা হল একের পর এক জনকে।

author-image
Aniket
New Update
x

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানায় এবার মাওবাদী দমনে বড় ভূমিকা পালন করল পুলিশ। তেলেঙ্গানার মুলুগু জেলার ইতুরুনাগরম বন এলাকায় পুলিশের এনকাউন্টারে সাতজন মাওবাদী নিহত হয়েছে। ডাঃ শবরিশ, এসপি - মুলুগু জেলা, এই বিষয়ে জানিয়েছেন।