নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৫ ডিসেম্বর, শুক্রবার রাজস্থানের ১৪তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিজেপির ভজনলাল শর্মা। এই আবহে রাজ্যে জোরদার করা হল পুলিশি নিরাপত্তা। সূত্র মারফত জানা গিয়েছে যে, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে জয়পুরের রামনিবাস বাগে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মুখ্যমন্ত্রীর সাথে বিজেপি নেতা দিয়া কুমারী এবং প্রেম চাঁদ বৈরওয়াও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজকে।