নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে পাঞ্জাব-হরিয়ানার শম্ভূ সীমান্ত। দীর্ঘদিন ধরেই নানান দাবিদাওয়া নিয়ে এই সীমান্তে আন্দোলন করছিলেন প্রতিবাদী কৃষকরা।
/anm-bengali/media/media_files/NZnLvWJcDDAObrD0YAPg.jpg)
তবে আজ প্রশাসনের কঠোর পদক্ষেপের ফলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনরত বেশকিছু কৃষকের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এরপর পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে। দেখুন ভিডিও :