পুলিশ নিয়োগেও দুর্নীতি, পদ হারালেন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন

রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন রেণুকা মিশ্রকে পদ থেকে সরিয়ে দেওয়া হল এবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগের পেপার ফাঁস মামলায় বড়সড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। পেপার ফাঁস মামলার তথ্য সামনে আসতেই রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপার্সন রেণুকা মিশ্রকে পদ থেকে সরিয়ে দেওয়া হল এবার। তাঁর জায়গায় রাজীব কৃষ্ণকে নিয়োগ বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে এই পুলিশ নিয়োগের প্রক্রিয়ায় ৬০ হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগের পদে ৪৮ লাখেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। প্রশ্নপত্র ফাঁসের পর এই পরীক্ষা বাতিল করা হয়। আর তারপরই শুরু হয়েছিল তদন্ত প্রক্রিয়া। এবার সেখানেই কড়া সিদ্ধান্ত নিল ইউপি সরকার।

 

Add 1

স্ব

স