নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, গত ১৬ জুলাই কাছাড় জেলার পার্বত্য এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি একে সিরিজের রাইফেল, একটি নাইন এমএম পিস্তল, গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিআইজি (সাউথ রেঞ্জ) কংকান জ্যোতি শইকিয়া জানিয়েছেন, কাছাড় জেলার ভুবন হিলস এলাকায় অস্ত্রসহ তিন জঙ্গিকে আটক করেছে পুলিশ।
কংকান জ্যোতি শইকিয়া বলেন, "তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হলে অন্য একটি জঙ্গি দল পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং পুলিশের দলও পাল্টা গুলি চালায়। গুলির লড়াইয়ের সময় তিন জঙ্গি আহত হয় এবং তাদের তৎক্ষণাৎ সোনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।"