নিজস্ব প্রতিবেদন : বেঙ্গালুরুতে তরুণীর দেহের টুকরো টুকরো অংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেঙ্গালুরুর ভ্যালিকাভালের একটি আবাসনে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দার সূত্রে খবর, ফ্ল্যাট থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ জাগে, ফলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্রিজের মধ্যে থেকে একটি তরুণীর দেহাংশ উদ্ধার হয়। বেঙ্গালুরু পুলিশের কমিশনার সতীশ কুমার জানিয়েছেন, দেহাংশগুলি বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল। নিহত তরুণীর পরিচয় শনাক্ত হয়েছে, তবে তা এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।
বেঙ্গালুরু পুলিশের (ওয়েস্ট) কমিশনার সতীশ কুমার আরোও জানিয়েছেন যে, ফ্রিজের মধ্যে থেকে যে দেহাংশ উদ্ধার হয়েছে সেটা একদিন বা দু'দিন আগে ঘটানো হয়নি; বরং বেশ কিছুদিন ধরে দেহাংশগুলি ফ্রিজে রাখা ছিল। তদন্তের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে পুলিশ বলেন, প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। তবে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা খুব শীঘ্রই ধরা পড়বে। তদন্তে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে উপস্থিত ছিল। ফরেন্সিক পরীক্ষাও চলছে।
জানা যায়, ২৬ বছর বয়সী ওই নিহত তরুণী এক রুমের ফ্ল্যাটে একা থাকতেন। ওই ফ্ল্যাটে একটি ১৬৫ লিটারের ফ্রিজে দেহাংশগুলি রাখা ছিল। এই ঘটনার নেপথ্যে কী আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।