১৬ বছরের নাবালিকাকে খুন! উদ্ধার ছুরি

শাহবাদ ডেইরি এলাকা থেকে ১৬ বছরের কিশোরীকে হত্যার জন্য ২০ বছর বয়সী সাহিলের ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম্নভব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করেছে পুলিশ। সাহিলকে জেরা করে পুলিশ নিশ্চিত হচ্ছে খুনের মোটিভ ও কীভাবে সেটা করা হয়েছিল তা নিয়ে। যেখানে সাহিল নাবালিকাকে খুন করে সেখানে তাকে নিয়ে যায় পুলিশ। সাহিল যে ছুরি দিয়ে এই নৃশংস খুন করেছিল, সেটিও উদ্ধার হয়েছে। ডিসিপি আউটার নর্থ রবি কুমার সিং বলেন, "অভিযুক্ত সাহিলের ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে দিল্লি পুলিশ।"

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লির রোহিণী আদালত সাহিলের পুলিশ হেফাজতের মেয়াদ আগামী তিন দিন বাড়িয়েছে।
বৃহস্পতিবার দুই দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাকে বিচারকের বাসভবনে হাজির করা হয়। নিরাপত্তাজনিত কারণে সকালে তাকে বিচারকের বাসভবনে হাজির করা হয়। ডিউটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) নিধি চিটকারা দিল্লি পুলিশের বক্তব্য শোনার পরে সাহিলের হেফাজতের মেয়াদ তিন দিন বাড়িয়েছেন।