নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেন, "কী হচ্ছে পশ্চিমবঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপির গণনা কেন্দ্রের এজেন্টদের ডেকেছে। সম্ভবত একটি প্রোফাইল চেক করার জন্য। আইনের কোন বিধানের অধীনে এসআই বিশ্বদীপ বর্মন, প্রধান নগর পিএস বিজেপি এজেন্টদের ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে জানা গেছে, বিজেপি গণনা এজেন্টদের এই পুলিশ অফিসার ফোন করছেন এবং তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানা ইত্যাদি জিজ্ঞাসা করছেন, কখন ইসিআই তাদের আই-কার্ড দিয়েছে? কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। সব থেকে ভালো হয় বাংলার মুখ্যমন্ত্রী যদি আমাদের কর্মরত এজেন্টদের ভয় দেখানোর জন্য পুলিশ ব্যবহার বন্ধ করেন। স্বৈরশাসককে কেউ ভয় পায় না।"