Temple : মন্দিরের জমি নিয়ে তীব্র বিরোধ, ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে  একটি মন্দিরের (Temple) কাছে বেআইনি জমায়েত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ (Police) এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন এই ঘটনা ঘটে।

author-image
Pritam Santra
New Update
temple

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে  একটি মন্দিরের (Temple) কাছে বেআইনি জমায়েত ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ (Police) এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন এই ঘটনা ঘটে। বিপুল সংখ্যক লোক হনুমান মন্দিরের কাছে পৌঁছে হট্টগোল শুরু করে বলে অভিযোগ। মন্দিরে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়।  পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, যে জমিতে হনুমান মন্দির তৈরি করা হয়েছিল, সেটা নিয়ে বিরোধ ছিল। মন্দিরের মালিকানাধীন জমিটি অভিযোগকারী এবং তার পরিবার কিনেছিল। তাদের দাবি, এই জমিটি সরকারী এবং এখানে আরও একটি মন্দির তৈরি করা উচিৎ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।