সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা! উত্‍সবের মরশুমে বড় ঘোষণা

এবার সম্পূর্ণ বিনামূল্যে একটি পরিষেবা দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যদি আপনিও এর গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই পড়ে নিতে হবে আপনাকে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
money 3.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্‍সবের মরশুমে বড় সুখবর দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ব্যাংক জানিয়েছে যে এবার থেকে কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের চার্জ দিতে হবে না RTGS, NEFT এবং IMPS-এর পরিষেবা পেতে। অর্থাত্‍ অনলাইনে গ্রাহকরা যদি টাকা ট্রান্সফার করেন তাহলে অতিরিক্ত চার্জ দিতে বে না। ফলে এবার থেকে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা ইন্টারনেট ব্যাংকিং ও পিএনবি ওয়ান অ্যাপ এর মাধ্যমে RTGS, NEFT এবং IMPS করলে ব্যাংককে অতিরিক্ত চার্জ দিতে হবে না।

দ্রুত টাকা লেনদেনের অন্যতম সেরা মাধ্যমগুলি হল RTGS, NEFT এবং IMPS। IMPS এর পুরো নাম ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসেস। ২৪ ঘণ্টা আপনি এই মাধ্যমে টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তত্‍ক্ষণাত্‍ পাঠিয়ে দিতে পারবেন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাত্‍ NPCI দ্বারা পরিচালিত হয়। এছাড়াও অনলাইন ও অফলাইন মাধ্যমে RTGS, NEFT এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়।

hiring.jpg