নিজস্ব সংবাদদাতা: যত তাড়াতাড়ি সম্ভব টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ শেষ করতে হবে। এই বার্তা আগেই দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। উদ্ধারকারী দলকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ দ্রুত শেষ করার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মঙ্গেশ ঘিলদিয়াল উদ্ধারকারী দলকে কড়া নির্দেশ দিয়েছে। আজ ফের একবার ভাস্কর খুলবে, ডিআই সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল এবং সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট রঞ্জিত সিনহা দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যেই সিল্কিয়ারা টানেলের কাছে পৌঁছে গেছেন তারা। এমনটাই জানিয়েছেন সেক্রেটারি নোডাল অফিসার ডঃ নীরজ খান্না। এখনও টানেলের ভিতরেই আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। আজ সন্ধ্যের মধ্যেই উদ্ধার, ফের একবার বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন।