নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চাপ বেড়েছে ইতিমধ্যেই। রাউজ অ্যাভিনিউ আদালতের নির্দেশের পরে ইডি-র সামনে হাজির হতেই হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
এদিন এই বিষয়ে, বিজেপি নেত্রী বাঁসুরি স্বরাজ বলেন, “রাউজ অ্যাভিনিউ আদালত ম্যাজিস্ট্রেটের আদেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। এখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শারীরিকভাবে হাজির হতে হবে ইডির সামনে। এমনকি এই দেশের আদালতও এতক্ষণে ভালভাবে বুঝতে পেরেছে যে অরবিন্দ কেজরিওয়াল সমন থেকে পালিয়ে বেড়াচ্ছেন। PMLA আইনের অধীনে, যখনই আপনাকে তলব করা হবে তখনই কেন্দ্রীয় সংস্থা/বডির সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। নইলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। আর এবার তা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী”।