নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এক নতুন প্রকল্পের সূচনা করে সকলকে চমকে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের নজরে ওবিসি শিল্পী ও কারিগর। তাঁদের সহজ শর্তে ঋণদান দেওয়ার জন্যেই এই প্রকল্প। ৫ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে শিল্পী ও কারিগরদের। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শ্রমিকদের যশভূমি উৎসর্গ করলাম। লোকালকে গ্লোবাল বানাবে বড় ভূমিকা পালন করবে এই এক্সপো সেন্টার যশভূমি। দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সরকার। ১৮ রকমের পেশার সঙ্গে যুক্ত মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের গ্যারেন্টি মোদী।'
২০২৪-এর আগে প্রধানমন্ত্রীর হুঙ্কার, 'আপনাদের গ্যারেন্টি মোদী'
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ দেশ আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র যশোভূমি পেয়েছে।"
Follow Us
নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এক নতুন প্রকল্পের সূচনা করে সকলকে চমকে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের নজরে ওবিসি শিল্পী ও কারিগর। তাঁদের সহজ শর্তে ঋণদান দেওয়ার জন্যেই এই প্রকল্প। ৫ শতাংশ সুদে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে শিল্পী ও কারিগরদের। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শ্রমিকদের যশভূমি উৎসর্গ করলাম। লোকালকে গ্লোবাল বানাবে বড় ভূমিকা পালন করবে এই এক্সপো সেন্টার যশভূমি। দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সরকার। ১৮ রকমের পেশার সঙ্গে যুক্ত মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের গ্যারেন্টি মোদী।'