নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, "উত্তরপ্রদেশের মির্জাপুরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা এতে প্রাণ হারিয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে।"
জানা গিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক ও ট্রাক্টর-ট্রলির সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বারাণসীর ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মির্জাপুর-বারাণসী সীমান্তের জিটি রোডে।
মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন বলেন, "ভাদোহি জেলায় নির্মাণ কাজ থেকে ফেরার পথে ১৩ জন শ্রমিক বহনকারী ট্র্যাক্টর ট্রলিটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে ধাক্কা মারে।"
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের আহতদের তাত্ক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রীও।