নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা এখন তুঙ্গে। জানা গিয়েছে, ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হতে চলেছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ এপ্রিল পশ্চিমবঙ্গের কোচবিহারে একটি জনসভা করবেন।