নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে প্রতিমন্ত্রী লোগানাথন মুরুগানের বাসভবনে ‘পোঙ্গাল’ উদযাপনে অংশ নিয়েছেন। সেখানে তিনি বিশেষ বক্তব্য পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “দেশ গতকাল লোহরি উৎসব উদযাপন করেছে। কিছু লোক আজ মকর সংক্রান্তি উদযাপন করছে এবং কিছু লোক আগামীকাল উদযাপন করবে। মাঘ বিহুও আসছে, আমি এই উৎসবগুলির জন্য দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাই।"