নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার করিমনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "কংগ্রেসের 'শেহজাদা', রাফাল ইস্যু মাটিতে নেমে আসার পর থেকেই তিনি গত পাঁচ বছরে সর্বক্ষণ '৫ শিল্পপতি'র কথা বলতে শুরু করেছেন। পরে 'আম্বানি-আদানি' বলতে শুরু করলেও নির্বাচন ঘোষণার পর 'আম্বানি-আদানি'কে গালি দেওয়া বন্ধ করে দেন তিনি। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, 'শেহজাদা ইয়ে ঘোষিত করেঁ কি আম্বানি-আদানি সে কিতনা মাল উঠা হ্যায়'। কী এমন চুক্তি হয়েছে যে আপনি রাতারাতি 'আম্বানি-আদানি'কে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন?"