নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস ও তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। ১৬ বছর পর গ্রিসের প্রধানমন্ত্রীর ভারত সফর এক ঐতিহাসিক মুহূর্ত। এটা আনন্দের বিষয় যে আমরা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার দিকে এগিয়ে চলেছি।"
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)