ভারতের 'প্রতিবেশী প্রথমে' নীতির সঙ্গমস্থল বাংলাদেশঃ নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশ ভারতের 'প্রতিবেশী প্রথম' নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের সঙ্গমস্থলে অবস্থিত।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
modi hasina.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বাংলাদেশ আমাদের 'প্রতিবেশী প্রথম' নীতি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এবং ইন্দো-প্যাসিফিক ভিশনের সঙ্গমস্থলে অবস্থিত। গত এক বছরে আমরা জনকল্যাণমূলক অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প একসঙ্গে সম্পূর্ণ করেছি।”

vbncbv7.jpg

তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যে ভারতীয় রুপির বাণিজ্য শুরু হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী পাইপলাইন সম্পন্ন হয়েছে। ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি জ্বালানি খাতে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রথম উদাহরণ হয়ে উঠেছে। মাত্র এক বছরে এতগুলো ক্ষেত্রে এত বড় উদ্যোগ বাস্তবায়ন আমাদের সম্পর্কের গতি ও মাত্রাকেই প্রতিফলিত করে।” 

Add 1