আজ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে PM Kisan Samman Nidhi-র কিস্তি! ঘোষণা মোদীর

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কম্ন

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের ওয়াশিমে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অষ্টাদশ কিস্তি আজ প্রকাশ করা হয়েছে। আজ ৯.৫ কোটি কৃষক ২০ হাজার কোটি টাকা পেয়েছে। লড়কি বেহান যোজনার সুবিধাভোগীদের পুরস্কৃত করার সৌভাগ্য আমার হয়েছিল।"

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিমে প্রায় ২৩,৩০০ কোটি টাকার কৃষি ও পশুপালন ক্ষেত্র সম্পর্কিত বিভিন্ন উদ্যোগের সূচনা করার পরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

ক্মন

প্রসঙ্গত, আজ প্রথমে মহারাষ্ট্রের ওয়াশিমে সন্ত সেবালাল মহারাজ ও সন্ত রামরাও মহারাজের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বানজারা সম্প্রদায়ের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনে বানজারা বিরাসত মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্র খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়াশিমে বানজারা বিরাসত সংগ্রহালয়ের উদ্বোধন ও পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসও উপস্থিত ছিলেন।