নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের পাশাপাশি আরও এক বড় কাজ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২৮ শে মে অর্থাৎ আজকের দিনটি ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন এবং ৭৫ টাকার (Rs 75 coin) একটি কয়েনও চালু করেন।
আপনি জানলে হয়তো অবাক হবেন যে ৭৫ টাকার কয়েনটির ওজন হবে ৩৫ গ্রাম এবং এটি ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা এবং ৫ শতাংশ নিকেল ও জিংক মেটাল দিয়ে তৈরি হয়েছে। জানা গিয়েছে, ৭৫ টাকার কয়েনের সামনের দিকে অশোক স্তম্ভ রয়েছে এবং কয়েকটির ডান ও বাম দিকে হিন্দি এবং ইংরেজিতে ভারত লেখা থাকবে। মুদ্রার অপর পাশে নতুন সংসদ ভবনের একটি ছবি থাকবে এবং পার্লামেন্ট কমপ্লেক্সের উপরের হিন্দি এবং নীচে ইংরেজিতে লেখা থাকবে। শুধু তাই নয়, সংসদের ছবির ঠিক নীচে ২০২৩ সালও লেখা থাকবে। দেখুন ভিডিও...