প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে অযোধ্যা

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। তার আগে ৩০ ডিসেম্বর, শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রূপে বিমানবন্দর, রেলস্টেশন উদ্বোধনের পাশাপাশি অযোধ্যাবাসীকে ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের উপহার দেবেন তিনি। তাই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে অযোধ্যা।

১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো

শনিবার ১০টা ৫০ মিনিটে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য-সহ অন্য মন্ত্রীরা। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি রোড শো করে অযোধ্যা রেলস্টেশনের উদ্দেশে রওনা দেবেন। একেবারে বিমানবন্দরের ৩ নম্বর গেট থেকে NH-২৭, ধরমপথ এবং রামপথ ধরে ১৫ কিলোমিটার দীর্ঘ রোড শো করে বেলা সাড়ে ১১টা নাগাদ অযোধ্যা স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকবেন তিনি।