হকারদের নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর, মুখে হাসি ফুটবে সবার

রাস্তার হকারদের নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চমকে উঠল দেশ।

author-image
SWETA MITRA
New Update
MODI HAPPYSS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার হকারদের নিয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ৫টি রাজ্যে বিকসিত ভারত সংকল্প যাত্রার সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমাদের রাস্তার বিক্রেতা এবং হকাররা হতাশ হয়ে পড়েছিল। তারা স্বীকার করেছিল যে তাদের কেবল এইভাবে বাঁচতে হবে, তারা ভেবেছিল যে কিছুই পরিবর্তন হবে না। তাদের কিছু জিজ্ঞেস করার মতো কেউ ছিলই না। আমাদের সরকার তাদেরকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে। তারা প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় ব্যাংক থেকে সহজ ঋণ পাচ্ছেন। ৫০ লক্ষেরও বেশি মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। এই যাত্রার সময় ১.২৫ লক্ষ মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সুবিধাভোগীদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি দলিত, পিছিয়ে পড়া এবং উপজাতি।“