উৎক্ষেপণ গগনযানের, বড়সড় শিলমোহর প্রধানমন্ত্রী মোদীর

প্রথমে সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থাকলেও তা হয়নি। মাত্র ৫ সেকেন্ডে বাকি থাকতে শেষ মুহুর্তে বন্ধ করে দেওয়া হয় কাউন্টডাউন।

author-image
SWETA MITRA
New Update
gaganaa

নিজস্ব সংবাদদাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার ইসরোর তরফে গগনযানের (Gaganyaan) পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হল। শনিবার সকাল ১০টায় উৎক্ষেপণ হয় গগনযান টিভি-ডি১ রকেট-এর। সফল উৎক্ষেপণের পরে বঙ্গোপসাগরে নামে গগনযান। এদিকে এই নিয়ে এবার বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘এই উৎক্ষেপণ আমাদের ভারতের প্রথম মানব মহাকাশ উড়ান কর্মসূচি, গগনযান বাস্তবায়নের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমাদের ইসরোর (ISRO) বিজ্ঞানীদের প্রতি আমার শুভকামনা রইল।'