নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার আচমকা কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শোনা যাচ্ছে, আজকের এই বৈঠকে গতকালের লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, লঘু করে নয় গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি মন্ত্রীদের এই বিষয় নিয়ে রাজনীতিতে না ঢোকার পরামর্শ দিয়েছেন।