মহিলা, শিশু-সহ মৃত ১২, তড়িঘড়ি বড় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৭ জন আহতের চিকিৎসা চলছে এবং আহত ছয়জনকে চিকিৎসার জন্য বৈজাপুরের গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
ffff

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনা ১২ জনের তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে। ছত্রপতি সম্ভাজি নগরে রাত ১টার দিকে বৈজাপুর (Vaijapur) টোল পোস্টের কাছে একটি ট্রাক ও একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অন্ততপক্ষে মৃত্যু হয়েছে ১২ জনের।  এবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে বড় ঘোষণা অবধি করেছেন এই দুর্ঘটনা নিয়ে। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘ছত্রপতি সম্ভাজিনগর জেলায় একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পিএমএনআরএফ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।‘