সংসদে জঙ্গি হামলা, বড় মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর

২০০১ সালের কথা কেউ কোনওদিন ভুলতে পারবে না।

author-image
SWETA MITRA
New Update
modi attack.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে হামলা থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে আজ মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, ‘ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব রয়েছে কিছু মানুষের। কিন্তু ভারত ঘুরে দাঁড়িয়ে সকল অপমানের উপযুক্ত জবাব দিয়েছে বৈকি। ভারত বিশ্ব বন্ধু হিসেবে নিজের আলাদাই জায়গা করে নিয়েছে। জি ২০ সাফল্য ১৪০ কোটি মানুষের। সংসদে হামলা আমাদের জীবাত্মার ওপর আঘাত। সেই ঘটনা দেশ কখনও ভুলতে পারবে না। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা সংসদ ও এর সকল সদস্যকে রক্ষা করার জন্য বুকে গুলি খেয়েছিলেন, তাদের আমি প্রণাম জানাই। পন্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে লালবাহাদুর শাস্ত্রীজি, অটল বিহারী বাজপেয়জি, মনমোহন সিংহ, ইন্দিরা গান্ধী নেতৃত্ব দিয়েছেন। নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধীর মতো তিন প্রধানমন্ত্রীকে হারিয়েছে সংসদ।‘