নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশ নেওয়া ভারতীয় দলের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। #WATCH | PM Narendra Modi meets the Indian contingent that participated in #ParisOlympics2024, at his residence. pic.twitter.com/XEIs5tHrrI — ANI (@ANI) August 15, 2024 সবার সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক ২০২৪-এ অংশ নেওয়া ভারতীয় দলকে নিয়ে বড় বার্তা দেন।