নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "কিছুক্ষণ আগে আহমেদাবাদে এসেছি। আগামী দু'দিন ভাইব্রেন্ট গুজরাট সামিট এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেব। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে এই শীর্ষ সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন। আমার ভাই মোহাম্মদ বিন জায়েদের আগমন খুবই স্পেশাল। ভাইব্রেন্ট গুজরাট সামিটের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই প্ল্যাটফর্মটি কীভাবে গুজরাটের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে এবং অনেক লোকের জন্য সুযোগ তৈরি করেছে তা দেখে আমি আনন্দিত।"
সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে আহমেদাবাদে পৌঁছালে তাঁকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, গুজরাট বিজেপি সভাপতি সি আর পাতিল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। আগামী দু'দিন প্রধানমন্ত্রী মোদী ভাইব্রেন্ট গুজরাট সামিট এবং সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।