নিজস্ব সংবাদদাতা: আরজেডি সাংসদ মনোজ ঝা এদিন পাটনা থেকে এক সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদী আজকাল বড় গ্যারান্টি দিচ্ছেন। আপনি বলছেন আপনি সংবিধান পরিবর্তন করতে চান। সংবিধান পরিবর্তনের অভিপ্রায় শুধু রাষ্ট্রীয় জনতা দল এবং মহাগঠনবন্ধনকেই সমস্যায় ফেলবে না। সমস্যায় পড়বে গোটা দেশ। সংবিধান আসলে কী? এটা রিজার্ভেশনের গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, এই সংবিধান আপনার মৌলিক অধিকারকে সম্মান করে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার গ্যারান্টি। তাই এর বদল মানে অনেক কিছুর বদল!”
/anm-bengali/media/media_files/Yu2g3uw93QcwM087Jpco.jpg)
/anm-bengali/media/media_files/Qm9gWlQ0dOmZzLFik7fB.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)