২১ দিন 'নিখোঁজ' মোদী! আজ জবাব দেবেন? উত্তর খুঁজছে TMC

এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের জবাবে বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি কী বলেন সেদিকে নজর রয়েছে সকলের।

author-image
SWETA MITRA
New Update
MODI DEREK.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার সংসদে জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি কী বক্তব্য পেশ করেন সেদিকে নজর রয়েছে গোটা দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহলের। যদিও এই নিয়ে এবার নজিরবিহীন কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান (Derek O Brien)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘সংসদের বর্ষাকালীন অধিবেশনের সারসংক্ষেপ…  

লোকসভাঃ ২১ দিন নিখোঁজ থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জোট (I.N.D.I.A) অনাস্থা প্রস্তাব উত্থাপন করায় আজ মণিপুর নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে।  

রাজ্যসভাঃ  অধিবেশন শেষ ১১ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পলাতক। প্রতিদিনই বাড়ছে বিল।'