নিজস্ব সংবাদদাতা: ৪জি পরিষেবাকে বিদায় দিয়ে ধীরে ধীরে ৫জি পরিষেবার দিকে যাচ্ছে এই দেশ। ভারতের প্রায় সব রাজ্যেই ঢুকে পড়েছে এই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন যে শুধু ৫জি নয়, একেবারে ৬জির জন্যই প্রস্তুত আছে ভারতবর্ষ। এবার ৭৭তম স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেখানেই তাঁর মুখে শোনা যায় উন্নততর ইন্টারনেট পরিষেবার কথা। তিনি বলেন যে শীঘ্রই ৬জি যুগে প্রবেশের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। মোদির কথায় ৬জি-র জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। অর্থাৎ ভারতে ইন্টারনেট পরিষেবা যাতে দ্রুত ৫জি থেকে ৬জি-তে উন্নিত হতে পারে, সেই পদক্ষেপ করা হচ্ছে। উল্লেখ্য, কয়েক বছর আগে কার্যত ঝড়ের গতিতে 2G-কে বিদায় জানিয়ে 3G-কে টপকে গিয়ে 4G-র জগতে ঢুকে পড়ে ভারত।