নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেছেন যে, ‘যদি এসপি, কংগ্রেস ক্ষমতায় আসে তারা রাম মন্দিরের উপর বুলডোজার চালাবে। তাদের যোগীজির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কোথায় বুলডোজার চালানো উচিত’।
এই প্রসঙ্গে এদিন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, “আমি জানিনা ঠিক কোন নিয়মের আওতাই পড়ে এই বুলডোজার নীতি। প্রধানমন্ত্রী মোদি নিজেকে ‘হিন্দু সম্রাট’ বলেন। তাহলে কি ওনার শাসনকালে হিন্দুরা বিপদে রয়েছেন? যার জন্যেই বুলডোজার নীতি প্রয়োগ করা হচ্ছে? নাকি কংগ্রেসের ৬০ বছরের রাজত্বকালে হিন্দুরা বিপদে ছিল? নাকি হিন্দুরা বিপদে ছিল খ্রিস্টান শাসন কালে বা মোঘল শাসন কালে? আসলে মোদিজি বুঝুন, সনাতন ধর্ম এতটা দুর্বল নয়!”