নিজস্ব সংবাদদাতা: এবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ফোন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লিখলেন, 'সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা হয়েছে। রাজ্যের কিছু অংশে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে সেই নিয়ে পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিয়েছি। এই পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় সম্ভাব্য সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছি'।