নিজস্ব সংবাদদাতাঃ প্রবল বর্ষণে জলমগ্ন অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গনার বিস্তীর্ণ এলাকা। সেখানকার জনজীবন কার্যত বিপর্যস্ত। এই বিষয়ে রবিবার রাতে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে কথা বলেছেন এবং ভারী বৃষ্টিপাত ও বন্যার পরিপ্রেক্ষিতে এই রাজ্যগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।