BREAKING: মধ্যবিত্তের আবেগ এমনি এমনি তৈরি হয় না- বলে দিলেন মোদী!

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: সংসদে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ। "গত ১০ বছরে জনগণ সেবা করার সুযোগ দিয়েছে। মধ্যবিত্তের আবেগ এমনি এমনি তৈরি হয় না। যারা সেই জীবন কাটিয়েছেন তারা মাথার ছাদের কথা বোঝেন। গরিবদের ৪ কোটি ঘর দেওয়া হয়েছে। ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। আমরা গরীবকে মিথ্যা স্লোগান দিইনি, বিকাশ দিয়েছি। মধ্যবিত্তের আবেগকে বুঝতে হলে ইচ্ছাশক্তি প্রয়োজন। আমার লক্ষ্য ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া"।