সুড়ঙ্গ থেকে উদ্ধার শ্রমিকরা, ভিডিও কলে হাজির মোদী!

শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে আটকে পড়া ৪১ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে উদ্ধার হওয়া ব্যক্তিদের সাথে কথা বলেছেন। ধসে পড়া সুড়ঙ্গ থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া ৪১ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য চিনিয়ালিসৌরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসা হয়েছে।

উদ্ধার শ্রমিকদের মধ্যে রয়েছেন বিশ্বজিৎ কুমার, সুবোধ কুমার, রাজেন্দ্র বেদিয়া, সুকরাম, টিঙ্কু সর্দার, গুনোধর, সমীর, রবীন্দ্র, রঞ্জিত, মহাদেব, ভুকট্টু মুর্মু, জামরা ওরাওঁ, বিজয় হোরো, গণপতি, উত্তরাখণ্ডের গব্বর সিং নেগি ও পুষ্কর, বিহারের সাবা আহমেদ, সোনু সাহা, বীরেন্দ্র কিস্কু ও সুশীল কুমার, পশ্চিমবঙ্গের মনির তালুকদার, সেভিক পাখেরা ও জয়দেব পারমানিক।  অখিলেশ কুমার, অঙ্কিত, রাম মিলন, সত্য দেব, সন্তোষ, জয় প্রকাশ, রাম সুন্দর এবং মনজিৎ – সকলেই উত্তরপ্রদেশের, তপন মণ্ডল, ভগবান বাত্রা, বিশেশার নায়েক, রাজু নায়েক এবং ধীরেন – সকলেই ওড়িশার, আসামের সঞ্জয় ও রাম প্রসাদ এবং হিমাচল প্রদেশের বিশাল।

hire