'শত দোষ মাপ...প্রেম বিনিময় ভারতের', মুইজ্জুকে ঈদের শুভেচ্ছা মোদীর

মলদ্বীপের নয়া রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
modi and Mohamed Muizzuq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মলদ্বীপে ক্ষমতার পরিবর্তনের পর ভারত ও মলদ্বীপের মধ্যে ক্রমে দূরত্ব বাড়ছিল। ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক রয়েছে। কিন্তু, মূলতঃ মলদ্বীপের নয়া রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর সরকারই এই সম্পর্কের ফাটলে ইন্ধন দিয়ে চলেছিল। তাঁর 'ইন্ডিয়া আউট' প্রচারের কথা সকলেরই জানা। তবে, ভারতের পক্ষ থেকে কখনও কোনও বৈরিতা প্রকাশ করা হয়নি। বরং আরও একবার, 'প্রতিবেশি প্রথম' নীতি প্রয়োগ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার (১৬ জুন), তিনি মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু এবং দ্বীপরাষ্ট্রর জনগণকে ঈদ আল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

মলদ্বীপের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, "ঈদ আল-আজহা-র শুভ উপলক্ষ্যে, মলদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ড. মহম্মদ মুইজ্জু, তাঁর সরকার ও মলদ্বীপ প্রজাতন্ত্রের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় জানিয়েছেন, এই উৎসব কুরবানি, সমবেদনা ও ভ্রাতৃত্বের। একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পৃথিবী গড়ে তোলার জন্য এই মূল্যবোধগুলো অপরিহার্য। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের বহু-সংস্কৃতির দেশ। গোটা ভারত জুড়েই এই উৎসব উদযাপনকে কেন্দ্র করে উচ্ছ্বাস দেখা যায়।" 

Add 1