নিজস্ব সংবাদদাতাঃ সবরকান্থার হিমতনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "যখন সন্ত্রাসবাদীরা ভারতে এসে হামলা চালাচ্ছিল, তখন দুর্বল সরকার ডসিয়ার পাঠাত। আজকের নয়া ভারত ডসিয়ার পাঠায় না, সন্ত্রাসবাদীদের ডোজ দেয়। আমাদের মুসলিম বোনেরা ভোটব্যাঙ্কের রাজনীতির সবচেয়ে বড় শিকার। সুপ্রিম কোর্টের রায়ের পরেও আপনারা (কংগ্রেস) মুসলিম বোনেদের নিরাপত্তা দেননি। তিন তালাক প্রথা বাতিল শুধু মহিলাদের নয়, পরিবারগুলোকেও নিরাপত্তা দিয়েছে। ওঁরা (কংগ্রেস) ভোট ব্যাঙ্কে তিন তালাক প্রথা বন্ধ করেনি। আমি ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত ছিলাম না। আমি নির্বাচনে জেতার জন্য কাজ করি না। আমি মুসলিম মহিলাদের জীবন সহজ করতে চেয়েছিলাম এবং আমরা তিন তালাককে অবৈধ করেছি। আমি যখন এই সব করি তখন কংগ্রেসের শেহজাদার জ্বর হয়। তিনি বলছেন, মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশে আগুন জ্বলবে। ঘটনা হল, কংগ্রেসের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে।"