ড্রোন পাইলট...এবার মহিলাদের জন্য নতুন প্রকল্প মোদীর!

মহিলাদের ক্ষমতায়ন নিয়ে ফের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ম।ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ রুদ্রপুরে উত্তরাখণ্ডের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কথা বলতে গিয়ে মোদী বলেন, "নিয়ত সাহি তো নতিজে ভি সহি।"

ক

উত্তরাখণ্ডের রুদ্রপুরে জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমরা মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি প্রকল্প শুরু করেছি - 'নমো ড্রোন দিদি'। এই যোজনার মাধ্যমে আমাদের বোন ও কন্যাদের ড্রোন পাইলট হতে সাহায্য করার জন্য লক্ষ লক্ষ টাকার ড্রোন দেওয়া হচ্ছে, এর ফলে উত্তরাখণ্ডে আমাদের মেয়ে ও বোনেরাও উপকৃত হবেন।" 

Add 1