নিজস্ব সংবাদদাতাঃ ধানবাদের সিন্দ্রিতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ উরভারক অ্যান্ড রসায়ন লিমিটেড (এইচইউআরএল) সিন্দ্রি সার কারখানার উদ্বোধন করা হয়েছে। আমি এই প্ল্যান্টটিকে পুনরুজ্জীবিত করার সংকল্প নিয়েছি। এটাই ছিল মোদীর গ্যারান্টি। ২০১৮ সালে আমি এখানে এসেছিলাম এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য। এতে কর্মসংস্থানের হাজারো সুযোগ সৃষ্টি হবে। 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যে এটি একটি বিশাল পদক্ষেপ। প্রতি বছর ভারতে প্রায় ৩৬০ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার প্রয়োজন হয়। ২০১৪ সালে ২২৫ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদিত হয়েছিল। এই ঘাটতি পূরণের জন্য ভারতকে ইউরিয়া আমদানি করতে হয়েছে। গত ১০ বছরে ইউরিয়া উৎপাদন হয়েছে ৩১০ মেট্রিক টন।"