নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি আজ একটি গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আজ আমার খুব রাগ হচ্ছে, কেউ গালি দিলে আমি নিতে পারি কিন্তু 'শেহজাদা'র এই দার্শনিক এত বড় গালি দিয়েছেন যে আমার রাগে ভরে গেছে। দেশের মানুষের সম্ভাবনা কি নির্ধারিত হবে গায়ের রং নিয়ে? শেহজাদা'কে এই অধিকার কে দিয়েছে? যাঁরা মাথায় কনসিটিউশন নিয়ে নাচছেন, তাঁরা গায়ের রং দেখে আমার দেশবাসীকে অপমান করছেন।"