নিজস্ব সংবাদদাতাঃ ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা ৪০০ টাকা কমে ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। রাখী বন্ধনের ঠিক আগে কেন্দ্রের এই সিদ্ধান্তকে বোনেদের জন্য উপহার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ফলে মহিলাদের জীবন আরও সহজ হবে।
প্রধানমন্ত্রী বলেন, "রাখি বন্ধনের উৎসব একটি পরিবারে সুখ বাড়ানোর দিন। গ্যাসের দাম কমানোর ফলে আমার বোনদের স্বাচ্ছন্দ্য বাড়বে এবং তাদের জীবন সহজ হবে। আমার প্রতিটি বোন সুখে থাকুক, সুস্থ থাকুক, এটাই ঈশ্বরের কাছে আমার কামনা।"