নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ ধানবাদের সিন্দ্রিতে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "গত ১০ বছরে আমরা আদিবাসী সম্প্রদায়, দরিদ্র, যুবক ও মহিলাদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ঝাড়খণ্ডের জন্য কাজ করেছি। ২০৪৭ সালের আগেই দেশকে 'বিকশিত' করতে হবে। ভারত বিশ্বের দ্রুততম গতিশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি। ভারত সব প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। 'বিকশিত ভারত'-এর জন্য ঝাড়খণ্ডকে উন্নত রাজ্য বানানো সমান গুরুত্বপূর্ণ।"