নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “এই বাজেট একটি শক্তি গুণক। এই বাজেট দ্রুত সঞ্চয়, বিনিয়োগ, খরচ এবং প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং তার পুরো দলকে জনতা জনার্দনের, জনগণের বাজেটের জন্য অভিনন্দন জানাই”।
/anm-bengali/media/media_files/2024/10/29/Q5skFSufvEED3vYEw7ac.jpg)