নিজস্ব সংবাদদাতা: ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর ছাড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠল মণিপুরের হিংসা। ফের একবার কংগ্রেসের প্রশ্নের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। এদিন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “মণিপুর গত ৮ মাস ধরে সহিংসতা এবং চরমপন্থার ধাক্কা সহ্য করছে। মহিলারা ৮ মাস ধরে অনিরাপদে রয়েছেন। শিশুরা ত্রাণ শিবিরে থাকতে বাধ্য হচ্ছে। অনেক অংশে কারফিউ জারি রয়েছে এখনও। যদি সবকিছু ঠিক আছে তাহলে মণিপুরে কেন এসব হচ্ছে? ৮ মাসে মণিপুরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর ৮ মিনিটও সময় হয়নি। আর এটাই দেখায় যে সরকার সংবেদনশীল এবং মণিপুরের পরিস্থিতির জন্য শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদিই দায়ী”।