নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উঠে এল মহাকুম্ভের প্রসঙ্গ। বললেন, "আমাদের দেশের ইতিহাসে এমন মুহূর্তে এসেছে যা দেশকে নতুন দিশা দেখিয়েছে। যারা আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল মহাকুম্ভ তাদেরও জবাব দিয়ে দিয়েছে। কোটি কোটি সাধুর জমায়েত হয়েছিল। কুম্ভ নিয়ে মানুষের উৎসাহ ছিল দেখার মত। দেড় মাস ধরে মহাকুম্ভকে ঘিরে উৎসাহ দেখেছি এই দেশে। মহাকুম্ভে ছোট-বড়দের কোনও ভেদাভেদ ছিল না। ভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ প্রয়াগরাজে একজোট হয়েছে"।
/anm-bengali/media/media_files/2025/01/17/2xvQnB8Dj51zwJo7KcYS.jpeg)