ভোটের আগেই পরপর ৩ মাসের জন্য মোদিকে চাইছে বিদেশ! প্রথম এতো বড় দাবি

ভোটের আগেই পরপর ৩ মাসের জন্য মোদিকে আহ্বান জানিয়ে দিয়েছে বেশ কিছু দেশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
modiforeign

নিজস্ব সংবাদদাতা: বিদেশনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'নির্বাচন এখনও হয়নি কিন্তু আমার কাছে ইতিমধ্যেই জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বিদেশ থেকে আমন্ত্রণ রয়েছে। এটার মানে কী? এর অর্থ হল অন্যান্য দেশগুলিও বিজেপি সরকারের ক্ষমতায় ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী। তারাও জানে আয়েগা তো মোদি হি'।