নিজস্ব সংবাদদাতাঃ ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এদিকে শুক্রবার তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুজনের মধ্যে বেশ কয়েকটি ইস্যু নিয়ে কথা হয়। যার মধ্যে অন্যতম ছিল মৎস্যজীবী ইস্যু। এই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী খোদ বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে তাঁর আলোচনায় মৎস্যজীবীর বিষয়টি উঠে এসেছে। প্রধানমন্ত্রী টুইট করেন, "আজ আমরা সবাই মৎস্যজীবীদের জীবিকা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়ে এগিয়ে যাওয়া উচিৎ।“