নিজস্ব সংবাদদাতা: বেহরামপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী করলেন এক বড় ঘোষণা।
/anm-bengali/media/media_files/uPiT6gkA7SwAT5XdA6Yq.jpeg)
মোদী বলেন, '৪ জুন বিজেডি সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ...৪ জুন বিজেপির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ১০ জুন ভুবনেশ্বরে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আজ, আমি এখানে আপনাদের সবাইকে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এসেছি'।
/anm-bengali/media/post_attachments/a3fbfe52c0fd0646c8f22c2fb5c4d99ac9237bd4a94d97bf32fe169e49fe21e2.jpg?w=1200&h=675&auto=format%2Ccompress&fit=max&enlarge=true)
/anm-bengali/media/post_attachments/bc07410298bf16f14a188f432c1cee051985bbae7cfe4c933396e38e6b21d0e8.webp)